মালদ্বীপ পার্লামেন্টের (পিপলস মজলিশ) স্পিকার আবদুল্লাহ মাসিহ মোহাম্মদের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনার জন্য ২৪ এপ্রিল তারিখ নির্ধারণ করা হয়েছে।
বিরোধী জোটের ৪৫ জন পার্লামেন্ট সদস্য অনাস্থা প্রস্তাবটি দাখিল করেছেন। স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দাখিল করার জন্য প্রয়োজন হয় ন্যূনতম ৪২ সদস্যের সম্মতি।
‘সান’ জানিয়েছে, অনাস্থা প্রস্তাবটির জন্য ২৪ জুলাই নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার এ ব্যাপারে পার্লামেন্ট সদস্যদের অবগতকরণ নোটিশ জানানো হবে।
স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হলে পার্লামেন্টের অধিবেশনে সভাপতিত্ব করার কথা ডেপুটি স্পিকারের।
তবে স্পিকার তার অবস্থান ব্যাখ্যা করার জন্য সুযোগ পাবেন।
মাসিহ’র বিরুদ্ধে ইতোপূর্বে দু’টি অনাস্থা প্রস্তাব দাখিল করা হয়েছিল। শেষ প্রয়াসটি ব্যর্থ হয়েছিল রোল-কল ভোটের জন্য পার্লামেন্ট সচিবালয় ব্যবস্থা করলে বিরোধী দলের পার্লামেন্ট সদস্যরা অধিবেশন বয়কট করেছিলেন।
এবার বিরোধী সদস্যরা মনে করছে, তারা স্পিকারকে পদচ্যুত করতে পারবে। এমনকি রোল-কল ভোট হলেও তারা জয়ী হবে।
ক্ষমতাসীন প্রগ্রেসিভ পার্টি অব মালদিবস (পিপিএম)-১০ এমপিও অনাস্থা প্রস্তাবে সই করেছে।