ভুটানের সাধারণ নির্বাচনে বুধবার থেকে ফেসিলিটেশন বুথে ভোটদান শুরু হয়েছে। আগামী দুই দিন বুথগুলো সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। সারা দেশে ৬৫টি ফেসিলিটেশন বুথ স্থাপন করা হয়েছে।
দেশটির ১,৩৪,০০৪ জন নিবন্ধিত পোস্টাল ভোটারের মধ্যে ১,০২,৩৪৭ জন ফেসিলিটেশন বুথে ভোট প্রদানের আগ্রহ প্রকাশ করেন।
রাজধানী থিম্ফুতে ৩৫,৩০৪ জন ভোটার ফেসিলিটেশন বুথে ভোট দেবেন। এখানে সর্বোচ্চ ১২টি বুথ রয়েছে।
কয়েদী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য মোবাইল ফেসিলিটেশন বুথের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।
পোস্টাল ব্যালট প্রশাসন ইউনিটের প্রধান নামগে শেরিং ভোটারদেরকে সঙ্গে করে ভিপিআই কার্ড নিয়ে আসার কথা মনে করিয়ে দেন।
তিনি জানার যে সুষ্ঠুভাবে ভোগ গ্রহণের জন্য সকল নির্বাচনী কর্মকর্তাকে রিফ্রেসার কোর্স করানো হয়েছে।
১৮ অক্টোবর ভুটানের তৃতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
দেশে নিবন্ধিত ভোটার সংখ্যা ৪,৩৮,৬৬৩ জন।